এম্বেপের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য মৌরিনহোর
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের জয়ের পেছনে একাধিক প্লেয়ারের নামের পাশাপাশি কোচ দিদিয়ারের নাম উঠে আসে। কিন্তু সকলকে ছাপিয়ে ইয়াং প্লেয়ার অফ দ্য ইয়ারের তালিকায় যাকে নিয়ে আপাতত বিশ্ব ফুটবল মহলে বহুল চর্চিত। তিনি হলেন কিলিয়ন এম্বেপে। ২০১৭ তে রেকর্ড অর্থে মোনাকো থেকে প্যারিস সেন্ট জার্মেনে যোগ দেন এই ফরাসি ফরওয়ার্ডার। এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বচ্চ দামি প্লেয়ার। নেইমারের পরই তিনি এত দামি প্লেয়ার পি এস জিতে। তাঁকে ক্রয় করতে ১৮০ মিলিয়ন পাউন্ড