সেরা ওড়িশা। ফের ভায়েস প্রেসিডেন্ট হলেন গৌতম গাঙ্গুলি
স্পোর্টস ডেস্কঃ সারা ভারত পূর্ব অঞ্চলিয় বাস্কেটবল টুর্নামেন্টে সেরা হল ওড়িশা। তারা বয়েস ট্রেনিং অ্যাসোসিয়েশানকে হারিয়ে ফাইনালে জয় লাভ করে। জয়ী দলকে নগদ ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা পুরস্কারের পাশাপাশি মিহির মুখোপাধ্যায় মেমোরিয়াল ট্রফি হাতে তুলে দেওয়া হয়। এবং রানার্স আপ দলকে সুকুমার চট্টোপাধ্যায় ট্রফি সহ নগদ ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা তুলে দেওয়া হয়। এবং এরই সাথে গৌতম গাঙ্গুলিকে আবারও পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশানের ভায়েস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এদিনের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন প্রাক্তন বাস্কেটবল