চীনের ৪০,০০০ র বদলে ভারতের ৫০,০০০ সেনা মোতায়েন
নিউজ ডেস্কঃ চীনকে কোনোরকম বিশ্বাস করা যায়না। কারন ১৯৬২ সালে চীনের কথা সকলেরই মাথায় আছে। আর সেই কারনে ভারতীয় সেনা সবসময় প্রস্তুত। LAC এর বিভিন্ন জায়গা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে চীনের সেনা। তবে প্যাঙ্গং লেকের ফিঙ্গার ৫ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত একটুও পিছু হটেনই তারা। উল্টে সেইসব স্থানে আরও বেশি করে লজিস্টিক সাপোর্ট নিয়ে এসেছে তারা। অন্যদিকে চীনের দখলে থাকা আক্সাই চীনে তারা প্রায় ৪০,০০০ সেনা মোতায়েন করে রেখেছে।