ন্যাড়াপোড়া ব্যাপারটি আসলে ঠিক কি? জেনেনিন রোমাঞ্চকর এই ইতিহাস
বিশ্বদীপ ব্যানার্জি: “আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরিবোল!” কি, ছেলেবেলার কথা মনে পড়ে গেল তো? পড়তেই হবে! বিশেষ করে, ৯০ কিংবা তারও আগের কোনো দশকে জন্মেও প্রতিবছর না হলেও কোনো না কোনোবার দোলের ঠিক আগের রাতে এই ন্যাড়াপোড়ার সাক্ষী থাকেনি, এমন বঙ্গসন্তানের পাত্তা সম্ভবত মাইক্রোস্কোপও লাগাতে পারবে না। সম্ভবই না সেটা। কিন্তু জানেন কি, এই ন্যাড়াপোড়া ব্যাপারটি আসলে ঠিক কি? খায় না মাথায় দেয়?