দক্ষিণ ভারতে কোথায় পূজিত হচ্ছে ‘গান্ধার রাজ শকুনি’?
নিউজ ডেস্কঃ শকুনি যাকে প্রতিশোধের প্রতীক, ধূর্ততার প্রতীক বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য “মহাভারতে”।এমনকি এও বলা হয়ে থাকে যে শকুনি না থাকলে হয়ত মহাভারতের মতো এই ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিতই হত না। তাঁর কূট কৌশলের সাক্ষী রয়েছে ইতিহাসের পাতা তাই তাঁকে মহাভারতের একটি খলচরিত্রটি দেখা হয়ে থাকে।কিন্তু শুনলে আশ্চর্য হবে এটা জেনে যেখানে শুধুমাত্র শুভশক্তির প্রতীক হিসাবে নায়কদের প্রাধান্য দেওয়া হয় সেখানে নাকি সমমর্যাদা দেওয়া হচ্ছে খলচরিত্রকেও।এমনিই দেখা