যুধিষ্ঠিরে সাথে একটি কুকুর স্বর্গে গিয়েছিলেন কেন?
নিউজ ডেস্কঃ মহাভারতের যুধিষ্ঠী পঞ্চপাণ্ডবদের সবচেয়ে বড়ো। যিনি সারাজীবন সত্য বলেছেন যার জন্যই আমরা তাকে সত্যবাদী যুধিষ্ঠী বলি। তার এই সত্যের পথে থাকার জন্যেই তিনি একমাত্র ব্যাক্তি ছিলেন যে সশরীরে স্বর্গে গিয়েছিলেন বলে মানা হয়। এটা আমরা জানি। তবে যুধিষ্ঠিরে সাথে আরো একজন গিয়েছিলেন হবে সেটি কে ছিলেন?জেনে নিন যুধিষ্ঠিরে সাথে আরো একজন কে গিয়েছিলেন স্বর্গে। ধর্মরাজ যুধিষ্ঠির পরিক্ষিতকে রাজসিংহাসনে বসিয়ে মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই যুধিষ্ঠি এবং তার ভাইয়েরা ও