November 2024

দক্ষিণ ভারতে কোথায় পূজিত হচ্ছে ‘গান্ধার রাজ শকুনি’?

নিউজ ডেস্কঃ শকুনি যাকে প্রতিশোধের প্রতীক, ধূর্ততার প্রতীক বলা হয়ে থাকে  বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য “মহাভারতে”।এমনকি এও বলা হয়ে থাকে যে শকুনি না থাকলে হয়ত মহাভারতের মতো এই ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিতই হত না। তাঁর  কূট কৌশলের সাক্ষী রয়েছে ইতিহাসের পাতা তাই তাঁকে মহাভারতের একটি খলচরিত্রটি দেখা হয়ে থাকে।কিন্তু শুনলে আশ্চর্য হবে এটা জেনে যেখানে শুধুমাত্র শুভশক্তির প্রতীক হিসাবে নায়কদের প্রাধান্য দেওয়া হয় সেখানে নাকি সমমর্যাদা দেওয়া হচ্ছে খলচরিত্রকেও।এমনিই দেখা

গঙ্গাকে ভাগীরথী কেন বলা হয়?

নিউজ ডেস্কঃ হিন্দুধর্ম গ্রন্থ অনুসারে গঙ্গা নদীকে খুব পবিত্র বলে মনে করা হয়।এই গঙ্গা নদীর মাহাত্ম্য মহাভারত এবং পুরানে একাধিক গ্রন্থে উল্লেখিত আছে।এছাড়াও স্কন্দপুরাণেও এই নদীর মাহাত্ম্য সম্পর্কে অনেক কথা বলা হয়েছে।এমনকি এটাও বলা হয়ে থাকে যে গঙ্গা স্নান করলে মানুষের সব পাপ ধুয়ে যায়।তাই এই গঙ্গা নদীর পবিত্রতা সম্পর্কে বিশদে কিছুই বলার নেয়।তবে বিষয় হল আমরা গঙ্গাকে ভাগীরথীও বলি কিন্তু কেন গঙ্গা নদীকে ভাগীরথী বলা হয় সেটি অনেকে কাছেই