August 7, 2024

জলবায়ু পরিবর্তন কি জাগিয়ে তুলছে বরফের নীচের ঘুমন্ত মহামারিকে?

নিউজ ডেস্ক: বৈশ্বিক উষ্ণায়ন বিষয়টি আমাদের কাছে অজানা কোন বিষয় নয়। আর তার ফলে যে নানা ধরনের সমস্যা উৎপত্তি ঘটছে সেই বিষয়েও আমরা অবগত। আর এর ফলে সৃষ্ট সমস্যাগুলি মধ্যে অন্যতম হল মেরুতে জমাট বাঁধা বরফ গলছে। এই খবরগুলির তথ্য আমরা পত্রিকা, অনলাইনে শত শত খবর-ছবি আর ভিডিও র মাধ্যমে পেয়ে থাকি। আর এই যে মাধ্যমে আমাদের কাছে উষ্ণায়নের খবরগুলি পৌঁছে দেওয়া হচ্ছে সেই মাধ্যমগুলিও কিন্তু বৈশ্বিক উষ্ণায়নেই ভূমিকা রাখছে।

আসার আগে সবাইকে এই সংকেত পাঠায় মৃত্যু! বলছে গরুঢ় পুরাণ

মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত একটি লাইন “জন্মিলে মরিতে হবে,অমর কে কোথা কবে”। তাই যার জন্ম আছে তার মৃত্যুও নিশ্চিত। এই কথাটি চিরন্তন সত্য। তবে কার মৃত্যু কবে হবে তা কেউ বলতে পারে না। কিন্তু গরুর পুরান অনুযায়ী বলা হয় যে কোন ব্যক্তির জীবনে মৃত্যু কখনো আচমকা আসে না। মৃত্যু আসার আগে সেই ব্যক্তিকে জানান দেয় কিছু সংকেতের মাধ্যমে। বলা হয় মৃত্যুর আগে যমরাজি নাকি এইসব সংকেত পাঠান যা আমরা

সত্যিই কী ৩৩ কোটি দেব-দেবী রয়েছেন? আসল তথ্য চমকে দেবে আপনাকে

নিউজ ডেস্কঃ হিন্দুশাস্ত্র অনুসারে দেব – দেবীর সংখ্যা উল্লেখ্য করতে গেলে ৩৩ কোটি শব্দটির ব্যবহার করা হয় থাকে। তবে যদি নাম জিজ্ঞাসা করা হয় তাহলে হাতে গোনা কয়েকটি নামই বলা হয়। তাহলে আর বাকি দেব – দেবী কারা? এই প্রশ্ন বেশিরভাগ মানুষেরই মনে জাগে কি তাই তো? কারণ শাস্ত্রেও তো ৩৩ কোটি দেব – দেবীর নাম পাওয়া যায় নি। তবে এই ধারণাটি ভুল কারণ শাস্ত্র উল্লেখিত আছে ৩৩ কোটি দেব-দেবীদের

আজকের বিশাল আমেরিকা যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার জন্য মেক্সিকোই দায়ী! মেক্সিকোর ভুলের কারনে অর্ধেকের বেশী জমি আমেরিকাকে দিতে বাধ্য হয়েছিল

৫০টি রাজ্য নিয়ে গঠিত আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকার দ্বিতীয় সর্ববৃহৎ রাজ্য হচ্ছে টেক্সাস। সুইজারল্যান্ড ও ফ্রান্স দেশ দুটোর মিলিত আয়তনের থেকেও বড় টেক্সাস। ভারতের পাঁচভাগের এক ভাগ আয়তন টেক্সাসের। কিন্তু এতবড় রাজ্য হওয়া সত্ত্বেও টেক্সাসের জনসংখ্যা মাত্র তিন কোটি। আমেরিকার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন এই টেক্সাস রাজ্য কিন্তু সর্বদা আমেরিকার ছিলনা। টেক্সাস একটা সময় মেক্সিকোর অংশ ছিল। কিন্তু অতিরিক্ত লোভের কারনে মেক্সিকোর ভুলের কারনে আজ টেক্সাস আমেরিকার অংশ। শুধু তাই নয়