অতীতে যুদ্ধে শত্রুর জলের ভান্ডার ধ্বংস করে দেওয়া হত। কি এমন কারন ছিল এর পেছনে?
বিংশ শতক পর্যন্ত যুদ্ধে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করা হত যাকে বলা হত স্কর্চড আর্থ। এই পদ্ধতিতে কোনও আক্রমনকারী দেশ যে দেশে আক্রমন করতো সেই দেশের প্রাকৃতিক সম্পদ যেমন ফসল, গবাদি পশু, পানীয় জল নষ্ট করে দিত, গুরুত্বপূর্ন জিনিস জ্বালিয়ে দিত যাতে প্রতিপক্ষ জরুরী রসদ না পায় এবং তাদের বেঁচে থাকার মৌলিক উপাদানই নষ্ট হয়ে যায়। আক্রমনকারী দেশ ভাবতো এরকম করলে একটা সময় প্রতিপক্ষ দেশ বাধ্য হবে আত্মসমর্পন করতে। একেই