নিউজ ডেস্ক: গরমের সময় শুধুমাত্র যে আমাদের ত্বক নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে তা নয় আমাদের চুল ও অতিরিক্ত রোদ, বাইরে ধুলো, দূষণের কারনে নিস্তেজ হয়ে পড়ে।এইজন্য জন্য দরকার হেয়ার মাস্কের।এই হেয়ার মাস্কটি আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। এর মূল উপকরণ হল পেঁপে।পেঁপে যা আমাদের চুলের আর্দ্রতা বৃদ্ধি করে চুলকে ভালো রাখতে সাহায্য করবে।
ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে বানাবেন পেঁপের হেয়ার মাস্ক?
আধ কাপ পাকা পেঁপে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন।এরপর ওই পেস্টের মধ্যে এক কাপ নারকেলের দুধ এবং এক চামচ মধু দিয়ে আরও এক বার মিক্সিতে ভালো করে মিশিয়ে নিন। এরপর ওই পেস্টটি চুলের গোড়ায় ও মাথার তালুতে ভাল করে লাগিয়ে রেখে দিন।কিছুক্ষণ পর শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।এই হেয়ার মাস্কটি সপ্তাহে দু’-তিন দিন ব্যবহার করুন।এতে আপনার চুল হয়ে কোমল ও মসৃণ হয়ে উঠবে।