নজর কাড়ল ক্রাউন উড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিং
আবার একটি মাসিক স্ক্রিনিং অনুষ্ঠিত হল ক্রাউন উড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। রবিবার সি আই এফ এফ এর এই মাসিক স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন তাদের একাধিক অ্যাওয়ার্ড উইনাররা। উপস্থিত ছিলেন ডিউটি ( ইন্ডিয়ান শর্ট ফিল্ম), লোটাস ( ইন্ডিয়ান শর্ট ফিল্ম ), ক্যাসে ভিস্রু (মিউসিক ভিডিও) এবং কলমকাঠি ( এনভায়রনমেন্টাল ফিল্ম) এর পরিচালক সহ অন্যান্য সদস্যরা। স্ক্রিনিং এর পাশাপাশি এদিন বিজয়ীদের হাতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মাসিক উইনার অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট ও তুলে