গরিলাদের দেশ বলা হয়। উগান্ডার অজানা কিছু তথ্য
নিউজ ডেস্ক- গরিলাদের দেশ ও বলা হয়। উগান্ডা দেশ আফ্রিকা মহাদেশের পূর্ব মধ্যে অবস্থিত। কামপালা উগান্ডা বৃহত্তম শহর ও রাজধানী। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া রয়েছে। উগান্ডা দেশের সরকারি ভাষা ইংরাজী ও সোয়াহিলি। উগান্ডা দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো উগান্ডা বিশ্বের সব থেকে গরিব দেশ গুলির মধ্যে একটি। এখানে ইংরেজি ছাড়াও আরও 30 টি ভাষায় কথা বলা হয়। এই দেশকে