মুখের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে। পানের ৬ টি কার্যকারিতা
নিউজ ডেস্কঃ পান পাতা এমন জিনিস যা গ্রাম বাংলার প্রায় মানুষকেই খেতে দেখা যায়। তবে এরা পান পাতা খেয়ে থাকেন সখে বা কারও কারও কাছে এটা নেশা। তবে তারা অজান্তেই যে শরীরের উপকার করছে তা তারা জানেনও না। ১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করেঃ পান পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রনে খুব কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে লাল রঙের পান পাতা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। কারন এর মধ্যে উপস্থিত ট্যানিন