নিউজ ডেস্কঃ রূপচর্চা করতে হাজার হাজার টাকা খরচ করছেন? এবার থেকে বন্ধ করুন এই অযথা টাকা নষ্ট করা।কারন রূপচর্চা করতে হাজার হাজার টাকা লাগবে শুধুমাত্র একটি পাতা।হ্যাঁ ঠিকই শুনছেন।এই একটিমাত্র পাতাতে রয়েছে ত্বকের একাধিক সমস্যা সমাধান সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি উপায়।আর এই পাতাটি হল আমাদের সবাই অতি পরিচিত পুদিনা যা রান্নায় স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে।এবার থেকে এই পাতা শুধু রান্না নয় ব্যবহার করুন রূপচর্চাতেও কীভাবে ব্যবহার করবেন পুদিনা?
ত্বক কোমল রাখতে সাহায্য করে-
মাইল্ড অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে পুদিনা পাতা যা আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সহায়তা করে। এটি লোমকূপ থেকে ময়লা দূর করে এবং ত্বককে কোমল ও হাইড্রেট রাখার সাথে সাথে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।তাই ত্বক কোমল রাখতে কয়েকটি পুদিনা পাতা নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন তারপর তাতে ওটের গুঁড়া মিশিয়ে ভালো করে ঘষে নিন ত্বকে। এরপর ২০ মিনিট রেখে দেওয়া পর ধুয়ে ফেলুন ত্বক।
ব্রণ দূর করতে
ব্রণের সমস্যায় ভুগছেন? তাহলে কয়েকটি পুদিনা পাতা নিয়ে তার পেস্ট করে ব্রণের উপর লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।এতে ব্রণের সমস্যা থেকে পাবেন মুক্তি।কারন পুদিনা পাতাতে থাকা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ উপাদান যা ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই পাতা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল যা প্রদাহ রোধ করে এবং ব্রণ নিরাময় করে।
ডার্ক সার্কেল দূর করতে
ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে পুদিনা পাতায় জুরি মেলা ভার।কারন এর মধ্যে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট যা চোখের নিচের কালো দাগ কমায়। তাই যাদের এই সমস্যা আছে তারা রাতে ঘুমানোর যাওয়া আগে পুদিনা পাতার পেস্ট করে চোখের নিচে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।এতে পার্থক্যটা আপনারা নিজেরায় বুঝতে পারবেন।
ত্বক উজ্জ্বল করতে
ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করতে পুদিনা পাতার রস নিয়ে তার মধ্যে টমেটোর রস এবং টক দই ভালো করে মিশিয়ে ত্বকে লাগান।এতে ভালো উপকার পাবেন।