নিউজ ডেস্কঃ লিভারের গন্ডগোল থেকেই এটা বেশি হয়। তবে প্রখর রোদে বা পিরিয়ডের গোলমালও এর অন্যতম কারন হতে পারে।
টক বা অ্যাসিড জাতীয় খাবার বেশি না খাওয়া ও সরাসরি চড়া রৌদ্র না লাগানো উচিত।
মুখে কালো ছোপ থাকলে সোমরাজ, কলমিশাকের রস, গাম্ভির ছাল আধ চামচ করে নিয়ে জলে ফুটিয়ে মুখে মাখা ও শুকিয়ে গেলে পরিষ্কার জলে মুখ ধোয়া।
মুখে ছোপ ছোপ দাগ হলে অশোক আধ চামচ, মটর ডাল বেসনের সাথে মুখে লাগিয়ে ধোওয়া।
মুখে কালো দাগ হলে আকন্দের আঠার সাথে কাঁচা হলুদ বাটা পেস্ট করে মুখে লাগান।