অক্সিডেন্ট যা জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে। চালতার অসাধারণ ১১ টি কার্যকারিতা
নিউজ ডেস্কঃ বাঙালির খাদ্যতালিকায় এমন কিছু ফল আছে যা একাধিকভাবে খাওয়া যেতে পারে। অর্থাৎ রান্না করার পাশাপাশি আচার করেও খাওয়া যেতে পারে। ঠিক তেমনই এক ফল হল চালতা। ১) চালতা ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন এ, বি এবং সি এর ভালো উৎস। ২) প্রচুর পরিমানে ভিটামিন সি থাকায় এই ফল স্কার্ভি ও লিভারের রোগ প্রতিরোধ করে। ৩) চালতায় রয়েছে বিশেষ ধরণের কিছু অ্যান্টি অক্সিডেন্ট যা জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে।