নিউজ ডেস্কঃ আমরা সবাই জানি যে স্কুল ও কলেজে শিক্ষা দেওয়া হয় শুধু মানুষদেরকে।তবে থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে বাঁদরদের শিক্ষা দেওয়ার জন্য একটি কলেজ আছে।ওখানে বাঁদরদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেওয়া হয়।
থাইল্যান্ডে অদ্ভুত একটি জিনিস হচ্ছে যে কোনো মানুষ মাসাজ করাতে চায় তাহলে হাতিকে দিয়ে সেই মাসাজ করানো হয়।ওই ব্যাক্তি যেভাবে চাইবে সেভাবে মাসাজ করাতে পারবে হাতিকে দিয়ে।
এখানে প্রত্যেক ছেলেদেরকে ২০ বছরের আগে একবারের জন্য সন্ন্যাসী হতে হয়। আর এই ধর্মের সময়সীমা হচ্ছে ১ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত।
থাইল্যন্ডে বিশ্বের মধ্যে সোনা তৈরি সবচেয়ে বড়ো বৌদ্ধ মূর্তি রয়েছে। এটি প্রায় ৫ হাজার ৫০০ কেজি সোনা দিয়ে তৈরি।
এখানে এমন কিছু রেললাইন আছে যেগুলি মাঝখানে হাঁট বসে।যখন ট্রেন আসার সময় হয় তখন দোকানগুলোকে গুটিয়ে নেওয়া হয় এবং ট্রেন চলে গেলে পুনরায় দোকান বসে।
থাইল্যান্ডে এমন একটি রীতি আছে যেখানে ১৩ থেকে ১৫ই এপ্রিলের মধ্যে জল যুদ্ধ খেলার মাধ্যমে নতুন বছরকে বরন করে নেয়।আমরা যে রকম রঙ খেলে ঠিক তেমনিভাবে ওখানে ওই সময় পরিচিত ও অপরিচিত সকল মানুষদের গায়ে জল দিয়ে এই খেলাটি খেলা হয়।আর এই খেলাটি ওখানের অনেক বড়ো উৎসব হিসাবে পালন করা হয়।
থাইল্যান্ডের প্রচুর পরিমানে বৌদ্ধ মন্দির আছে। এখানে এমন একটি বাজার আছে যেটিকে ভাসমান বাজার বলে।এই বাজারের সব দোকানগুলি জলে উপরে আবার কিছু কিছু নৌকায় তো এক একটি দোকান।ওই বাজারে নৌকায় করে যেতে হবে এবং কেনাকাটা করতে হলে নৌকায় করেই কিনেতে হবে।