দেশের টাকায় ১২ টি বিদেশ ভ্রমণ করেছিলেন এবং ২২ টি দেশে গিয়েছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের অবাক করা কিছু সিদ্ধান্ত

দেশের টাকায় ১২ টি বিদেশ ভ্রমণ করেছিলেন এবং ২২ টি দেশে গিয়েছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের অবাক করা কিছু সিদ্ধান্ত

নিউজ ডেস্ক – আইনি নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর দেশের রাষ্ট্রপতির পরিবর্তন ধারাবাহিক ভূমিকা হিসেবে পালন হয়ে আসছে। তবে রাষ্ট্রপতি পরিবর্তনের এই ইতিহাসে সবচেয়ে খারাপ ভূমিকা পালন করেছেন প্রতিভা পাতিলের, এমনটাই অভিযোগ দেশের জনগণের।  রাষ্ট্রপতি থাকাকালীন এবং অবসর হওয়ার পরেও ক্ষমতার বিপুল ব্যবহার করেছেন প্রতিভা পাতিল , এমনটাই দেখা গিয়েছে তার ক্রিয়াকলাপে। কারণ প্রতিভা পাতিলের বিশ্ব ভ্রমণ করার এত শখ ছিল যে তাঁর আমলে তিনি ১২ টি বিদেশ ভ্রমণ করেছিলেন এবং ২২ টি দেশে গিয়েছিলেন। তার শখ পূরণ করতে গিয়ে, ভারত সরকার ২০৫ কোটি টাকা লোকসান করেছে। তিনি তার সমস্ত পরিবার এবং নাতি-নাতনিদেরকে নিয়ে বিদেশের ছুটি কাটাতে যেতেন। অথচ দেশের অবস্থা যে অবনতির দিকে যাচ্ছে সেদিকে কোন ভ্রুক্ষেপ ছিল না তখনকার রাষ্ট্রপতির। 

প্রতিভা পাতিলের হৃদয় এতটাই করুণ ছিল যে মেয়াদ শেষ হওয়ার আগে, তিনি ৩৫ জনের মৃত্যুদণ্ড ক্ষমা করেছিলেন। অথচ এইটি বিচার করে দেখেনি যে  অপরাধকারীদের মধ্যে ধর্ষণকারী, খুনি এবং অপহরণকারীও অন্তর্ভুক্ত ছিল। এখানেই শেষ নয় রাষ্ট্রপতির ক্রিয়া-কলাপ। তিনি এক প্রদর্শকও ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি সেনাবাহিনীদের বিধবা স্ত্রীদের জন্য বরাদ্দ দু’লক্ষ ৬০ হাজার বর্গফুট জায়গার উপর নিজে একটি বাড়ি নির্মাণ করেন। এমনকি প্রতিভা জি তার নিজের বেতনের ৩০০ শতাংশ বাড়িয়েছিলেন। এরপরই যখন রাষ্ট্রপতি মেয়াদ শেষ হতে যায় ঠিক তার আগেই  পূর্ববর্তী রাষ্ট্রপতিরা অন্য দেশ এবং ভারতের যে কোনও জায়গা থেকে পাওয়া  উপহার , ট্রফি , সম্মানজনক জিনিস সেগুলো সব তিনি নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন। জনগণদের মতে রাষ্ট্রপতি থাকাকালীন প্রতিভা পাতিল রাষ্ট্রপতি থাকাকালীন কখনোই জনগণদের স্বার্থে কোন কিছুই ভাবেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *