ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। হরিতকীর অসাধারন কিছু উপকারিতা
আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য গুনীয় ভেষজ দ্রব্য হচ্ছে ত্রিফলা। এ ত্রিফলার মধ্যে গুরুত্বপূর্ণ ও পরিচিত একটি ফলের নাম হরিতকী। এটিকে অনেক জায়গায় হট্টই বলেও জানে। অনেকেই খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবেও এটি ব্যবহার করে থাকেন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র তিতা স্বাদের ছোট এ ফলটিকে মানব দেহের জন্য মহৌষধ হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃতি দিয়ে এসেছে। হরিতকী দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে মানব দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি