নিউজ ডেস্কঃ ভারতবর্ষে যে সারা পৃথিবীকে শিখিয়েছে তা অস্বীকার করার উপয় নেই। পৃথিবীকে শুন্য থেকে থেকে শুরু করে আধুনিক চিকিৎসা। আর আজ হয়ত অনেক পিছিয়ে পড়েছে। তবে ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে যে ভারতীয়রা গর্বিত হবে তা বলাই যেতে পারে।
ইন্দুস ভ্যলি থেকে উদ্ধার হওয়া প্রথম ওজন মাপার দাড়িপাল্লার। ভারতেই প্রথম ওজন মাপার পদ্ধতি হিসাবে দাড়িপাল্লার ব্যবহার শুরু হয় ১৮০০-২৪০০ খ্রীষ্টপূর্বাব্দে।