গর্ভাবস্থায় তামাক সেবন! সাবধান

গর্ভাবস্থায় তামাক সেবন! সাবধান

নিউজ ডেস্কঃ দিনে দিনে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গোটা পৃথিবী থেকে শুরু করে ভারতবর্ষ সহ গোটা বাংলা। আর এর থেকে বাঁচার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে সরকার। পাশাপাশি একধিক নিয়ম মেনে চলার কথা বলা হচ্ছে।

বিড়ি বা সিগারেট সেবনের ফলে হাতের সাথে মুখের সংযোগ হওয়ার ফলে সংক্রমণের সম্ভবনা বেড়ে যায়। শুধু তাই নয় পাশাপাশি খৈনি, গুটখার মতো তামাকের থেকে করোনা সংক্রমণের আশঙ্কা প্রবল।

বিড়ি বা সিগারেট পান করার ফলে হার্ট, লাংস বা সংবহনতন্ত্রের ক্যান্সার হওয়ার সম্ভবনা বেড়ে যায়।

বিড়ি বা সিগারেট পান করার ফলে ছেলে এবং মেয়েদের একাধিক যৌন সংক্রান্ত সমস্যাও হতে পারে। দুই ক্ষেত্রেই বাচ্চা নেয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে অর্থাৎ বন্ধাত্ব দেখা যেতে পারে। ছেলে এবং মেয়েদের ফার্টিলিটির পক্ষে ক্ষতিকারক।

ছেলেদের গুনগত এবং পরিমাণগত বীর্যের উপর প্রভাব ফেলতে পারে।

ছেলেদের বীর্যের গতির উপরও প্রভাব ফেলতে পারে।

কম বীর্যের ফলে মেয়েদের ডিম নিষিক্ত করার উপর প্রভাব ফেলতে পারে।

মেয়েদের বেশি তামাক সেবনের ফলে ডিম উৎপাদনের উপর প্রভাব ফেলে। কারন মেয়েরা একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে জন্মগ্রহন করে, সেক্ষেত্রে সেই ডিমের উপর প্রভাব ফেলে এই তামাক। এবং সবচেয়ে বড় বিষয় হল এই যে এই ডিম আর নতুন করে তৈরি হওয়ার আর কোনও সম্ভবনা থাকেনা।

গর্ভাবস্থায় তামাক সেবন করলেও একাধিক সমস্যার সম্মুখীন হতে পারে।

গর্ভপাতের সম্ভবনা বেড়ে যায়।

সন্তান জন্মানোর সময় একাধিক অসুবিধা হতে পারে, পাশাপাশি জরায়ুতে থাকাকালীন শিশুর বৃদ্ধিজনিত সমস্যা দেখা যেতে পারে।

জন্মানোর পর শিশু মৃত্যুর হার বেড়ে যেতে পারে।

অ্যাক্টোপিক প্রেগনেন্সি(গর্ভাবস্থায় ডিম সাধারণত জরায়ুর মধ্যে বেড়ে ওঠে, এক্ষেত্রে সেটা না হয়ে জরায়ুর বাইরে হয়ে থাকে)।

সময়ের আগেই শিশুর জন্মগ্রহন করতেপারে, সেক্ষেত্রে একাধিক সমস্যা দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *