নিউজ ডেস্কঃ চোখের পাতা মাস্কারার সাহায্যে ঘন করছেন? এবার এই পদ্ধতিটি ত্যাগ করুন।কারন যদি আপনাদের চোখের পাতাই সুন্দর ঘন হয় তাহলে মাস্কারার সাহায্য নেওয়ার তো প্রয়োজন নেই।কি তাই তো? কিন্তু কিভাবে এই প্রশ্ন নিশ্চয় মনের মধ্যে উঠছে? এর উপায় তো রয়েছে আপনাদের চোখের সামনেই।হ্যাঁ ঠিকই শুনছেন। ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদানের সাহায্যে চোখের পাতা ঘন এবং সুন্দর করতে পারবেন। এই প্রাকৃতিক উপাদানগুলি হল-
১) পেট্রোলিয়াম জেলি- চোখের পাতা ঘন এবং সুন্দর করতে লাগান পেট্রোলিয়াম জেলি।এটি এর জন্য খুবই কার্যকর একটি পদ্ধতি।প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়া আগে একটি মাস্কারার ব্রাশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিয়ে চোখের পাতায় লাগিয়ে রেখে দিন।পরের দিন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২) অ্যালোভেরা জেল- চোখের পাতা ঘন করতে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার।তাই নিয়ম করে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়া আগে একটি মাস্কারার ব্রাশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়ে চোখের পাতায় লাগিয়ে রেখে দিন।পরের দিন সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩) অলিভ অয়েল- চোখের পাতা ঘন করতে সাহায্য করে অলিভ অয়েল।তাই নিয়ম করে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়া আগে একটি মাস্কারার ব্রাশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অলিভ অয়েল লাগিয়ে নিয়ে চোখের পাতায় লাগিয়ে রেখে দিন।পরের দিন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।আবার অলিভ অয়েলের বদলে আপনারা আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন।
ভাল ফল পেতে হলে একটানা ২-৩ মাস ব্যবহার করুন।এর ফলাফল আপনারা নিজেরায় বুঝতে পারবেন।