নিউজ ডেস্ক- ভারতবর্ষের থেকে আয় কম হলেও শিক্ষার হারে ভারতবর্ষকে ছাপিয়ে গেছে। পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র আর্মেনিয়া। আর্মেনিয়ার রাজধানী ও বৃহত্তম নগরী হলো ইয়েরেভান। আর্মেনিয়ার সরকারি ভাষা আর্মেনীয় ভাষা।জাতিগত আর্মেনীয়রা নিজেদের “হায়” বলে ডাকে।
আর্মেনিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য হল-
- আরমানিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম কে রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি দেওয়া হয়েছিল। সাঃ 301 আর্মেনিয়া পুরো দেশে খ্রিস্টান ধর্মের সম্প্রচার করে এবং খ্রিস্টান ধর্ম কে রাষ্ট্রধর্মের মান্যতা দেয়। বলা হয় যে বিশ্বের সর্বপ্রথম চার্চ এই দেশে তৈরি করা হয়েছিল যদিও এটির সত্যতা অজানা।
- আর্মেনিয়া প্রতিটি মানুষ দাবা খেলায় খুব পারদর্শী হয়। এখানকার প্রতিটা স্কুলে দাবা কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়ানো হয়।
- আর্মেনিয়ায় তৈরি হওয়া রুটি পৃথিবীর সবথেকে বড় রুটি মনে করা হয়। এই দেশের রুটির আকাশ অনেক বড় হয়।
- পৃথিবীর সবথেকে লম্বা পাহাড়ি এলাকায় তার দিয়ে চলা গাড়ি আর্মেনিয়ায় রয়েছে যার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে উঠেছে।
- আর্মেনিয়া দুনিয়ার সবথেকে পুরনো ওয়াইন প্রস্তুতকারক দেশ গুলির মধ্যে একটি।
- পৃথিবীর প্রতিটি দেশে সেখানকার যেকোনো দর্শনীয় স্থানের টিকিটের মূল্য সেখানকার লোকেদের জন্য কম এবং পর্যটকদের জন্য বেশি হয়ে থাকে। কিন্তু আর্মেনিয়া এমন একটি দেশ যেখানে টিকিটের মূল্য পর্যটকদের জন্য সমান হয়।
- আর্মেনিয়া একটি উন্নত দেশ কিন্তু এখানকার মুদ্রার মূল্য ভারতীয় মুদ্রা থেকে কম ভারতীয় এক টাকা আর্মেনিয়ার প্রায় সাড়ে সাত দ্রাম এর সমান।
- দেশটির শিক্ষার হার অনেক বেশি। আর্মেনিয়া দেশে প্রায় 99% মানুষ শিক্ষিত।
- আর্মেনিয়া দেশের একটি জনপ্রিয় ও জনবহুল এলাকা রয়েছে যার নাম বাংলাদেশ। এটির অফিশিয়াল নাম মালাতিয়া সেভাসতিয়া হলেও সেখানকার জনগণ নিজেদের বাংলা দেশে জেলার বাসিন্দা হিসেবে পরিচয় দেয়।
- একটি একটি সার্ভেতে দেখা গেছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষের মধ্যে এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী এলাকার মানুষজনের কথা উল্লেখ করা হয়েছে। তারমধ্যে আর্মেনিয়ার মেয়েরা সব থেকে বেশি আকর্ষণীয় ও লাস্যময়ী বলা হয়েছে।