গলায় মাছের কাঁটা ফুটলে কিভাবে তার সমস্যা মেটাবেন?
নিউজ ডেস্ক: কথায় আছে মাছে ভালে বাঙালি। পাতে মাছ না পড়লে যেন খাওয়াটা অসম্পূর্ণ লাগে। মাছ খাবে কিন্তু গলায় কাঁটা ফুটবে না এমনটা বোধহয় হয় না। যতই কাটা বেঁচে খাওয়া হোক না কেন একা থাকাটা গলায় ফুটে যায় যার একটা অস্বস্তিকর এবং কষ্ট দায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। আপনার কি জানেন যে গলায় কাঁটা ফুটলে তা অতি সহজেই বের করে ফেলা যায় শুধু তার জন্য জানতে হবে কিছু উপায়।এই উপায়গুলি হল