নিউজ ডেস্ক- পৃথিবীর সবথেকে দামি হীরা কোন দেশে উৎপাদন করা হয় জানেন? উৎপাদন করা হয় দক্ষিণ আমেরিকার একটি দেশ কলম্বিয়া। ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুসারে এই দেশের নামকরণ করা হয়েছিল। কলম্বিয়ার রাজধানী ভাগোটা ও রাষ্ট্রীয় ভাষা হল স্প্যানিশ। এছাড়া এই দেশে আরো 60 ধরনের ভাষায় কথা বলা হয়।
কলম্বিয়া দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
- কলম্বিয়া দেশে কখনো ঋতু পরিবর্তন হয় না। এই দেশটির ঘুমন্ত রেখার বরাবর অবস্থিত হওয়ায় এখানে সূর্যের তাপ সব সময় বেশি থাকে।
- কলম্বিয়া একমাত্র দেশ যেটি টি প্রশান্ত মহাসাগরে ক্যারিবিয়ান সাগরের সঙ্গে যুক্ত।
- এই দেশটির পূর্ব প্রান্তে অবস্থিত কলম্বিয়াস জঙ্গল দেশটির 50% অংশ জুড়ে আবৃত।
- পৃথিবীর সবথেকে দামি হীরা কলম্বিয়াতে উৎপাদন করা হয়।
- এই দেশে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির প্রজাপতি পাওয়া যায়। সারা পৃথিবীর প্রায় 40% প্রজাপতি এই দেশে রয়েছে।
- এই দেশের মানুষেরা অত্যাধিক পরিমাণে ধূমপান করেন। এবং বহু মানুষের ধূমপানের কারণে মৃত্যু হয়ে থাকে।
- এদেশের মেয়েরা ছেলেদের থেকে বেশি প্রাধান্য পেয়ে থাকে। কলম্বিয়ার মেয়েরা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় হয়। এখানকার মেয়েরা পশুদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে।
- কানো ক্রিস্টাল নামক নদীটিতে বিভিন্ন সময়ে রামধনুর মত বিভিন্ন রং দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের রং এর কারণ হলো নদীতে অবস্থিত বিভিন্ন রং এর মাছ, ফুল ও নানান শিলা পাথর।
- এদেশে নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত প্রতিদিন সকাল ছটা ও সন্ধ্যা ছটায় রেডিও টেলিভিশনে সম্প্রচার করা হয়।
- এদেশের মেয়েরা নিজেদের শারীরিক গঠন নিয়ে বিষয়ে সচেতন থাকে। এই দেশের খাবার গুলিতে খুব পরিমাণে চিনি দেওয়া হয় যার জন্য প্রতিটি খাবার মিষ্টি হয়ে থাকে।
- এই দেশের মানুষ ফুটবলের সঙ্গে বিশেষভাবে জড়িত। এখানকার মানুষ খুবই ফুটবলপ্রেমী । ফিফা ওয়ার্ল্ড কাপে কলম্বিয়া 16 তম স্থান দখল করে আছে।
- এই দেশের মেয়েরা নাচ গান করতে খুব পছন্দ করে। তারা নাচ-গানে খুবই পারদর্শী হয়। জনপ্রিয় গায়িকা শাকিরা ও অভিনেত্রী সোফিয়া র এই কলম্বিয়া দেশে জন্ম। তারা সারা বিশ্বের কাছে আজ একটি জনপ্রিয় মুখ।