January 16, 2024

গিরগিটির সমস্ত শরীরের রং লাল কেন?

নিউজ ডেস্কঃ গিরগিটির নামক এই ছোট সরীসৃপ প্রজাপতি প্রাণীটিকে আমরা সকলেই চিনে। ঝোপঝাড় ও জঙ্গলে লুকিয়ে থাকা এই প্রাণীদের সাথে আমাদের প্রায় ই সাক্ষাৎ হয়। খুবই সাধারণ এই প্রাণী বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বিশেষ উপকারী।কিন্তু কখনো আপনি রক্তচোষা গিরগিটির নাম শুনেছেন? নাম শুনলেই গায়ে কেমন কাটা দেয় ভয়ে।তাই না?কিন্তু নাম শুনে যত ভয়ঙ্কর লাগুক এই প্রাণী কিন্তু আসলে খুবই উপকারী। আর রক্তের সাথে নেই এর কোনো সম্পর্ক। এই উপকারী গিরগিটির ইংরেজি

শরীরে সুগারের মাত্রা কি কি কারনে বেড়ে যায়?

নিউজ ডেস্ক-  অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কার্বোহাইড্রেট যুক্ত খাবার অর্থাৎ আলু ও ভাত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত আলু ও ভাত খেলে  কার্বোহাইড্রেট এর মাত্রা বেড়ে যায়।  অত্যাধিক চিন্তা ও মানসিক চাপের কারণে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায়। তাই সব সময় নিজের মস্তিষ্ক শান্ত রাখতে হবে এবং অতিরিক্ত চিন্তা করা বন্ধ করতে হবে।  যারা ডায়াবেটিস আক্রান্ত রোগী তারা

কুম্ভকর্ণ কেন ৬ মাস ঘুমাতেন?

নিউজ ডেস্কঃ চোদ্দ বছরের বনবাসে ঘুমায় নি লক্ষন। লক্ষন রাম এবং সীতাকে রক্ষা করার জন্য চোদ্দ বছর ঘুমায় না। বনবাসের প্রথম দিন লক্ষনের সামনে ঘুমের দেবীর আবির্ভাব ঘটলে তাকে অনুরোধ করে যে তার যেন চোদ্দ বছর ঘুম না আসে এবং তার এই চাওয়াতে তুষ্ট হয়। তবে এই ঘুমের ভার কাউকে নিতে হবে বলে জানান দেবী। তখন লক্ষনের স্ত্রী এই ভার নিতে রাজি হন। কুম্ভকর্ণের কথা তো আমরা সবাই জানি যে