গিরগিটির সমস্ত শরীরের রং লাল কেন?
নিউজ ডেস্কঃ গিরগিটির নামক এই ছোট সরীসৃপ প্রজাপতি প্রাণীটিকে আমরা সকলেই চিনে। ঝোপঝাড় ও জঙ্গলে লুকিয়ে থাকা এই প্রাণীদের সাথে আমাদের প্রায় ই সাক্ষাৎ হয়। খুবই সাধারণ এই প্রাণী বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বিশেষ উপকারী।কিন্তু কখনো আপনি রক্তচোষা গিরগিটির নাম শুনেছেন? নাম শুনলেই গায়ে কেমন কাটা দেয় ভয়ে।তাই না?কিন্তু নাম শুনে যত ভয়ঙ্কর লাগুক এই প্রাণী কিন্তু আসলে খুবই উপকারী। আর রক্তের সাথে নেই এর কোনো সম্পর্ক। এই উপকারী গিরগিটির ইংরেজি