নিউজ ডেস্কঃমুশুর ডাল এমন একটি খাদ্যদ্রব্য যাতে প্রচুর পরিমানে পুষ্টিগুন আছে।এটি খাদ্য হিসাবে ব্যবহারের পাশাপাশি এটি ত্বকে ব্যবহারের ক্ষেত্রেও উপযোগী।কারন মুশুর ডালে গুনাবলি আমাদের ত্বকে সুন্দর ও সুরক্ষিত রাখতে বিশেসষভাবে সাহায্য করে।তাহলে এবার জেনে নিন ত্বকের যত্নে মুশুডালে উপকারিতা।
মুশুর ডাল ব্যবহারে ত্বকের যে সুফল গুলি হল তা হল:
ত্বকের উজ্জ্বলতা বৃ্দ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে৷
ত্বকের কালচে ভাব দূর করতে কার্যকর৷
ত্বকে টানটান রাখতে সাহায্য করে থাকে মুশুর ডাল৷
ত্বকের ফর্সা উজ্জল করতে বিশেষভাবে সাহায্য করে৷
এছাড়াও ত্বকের লুকানো ময়লা দূর করতেও সাহায্য করে৷
মুশুর ডাল খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখুন৷ তারপর ডালটাকে পেস্ট করে নিন৷ এবার ওই পেস্টের মধ্যে দুইচাচামচ দুধ দিন৷তারপর ভাল করে মিশিয়ে ওই মিশ্রণটিকে মুখে মেখে নিন৷ প্রতিদিন একবার করে এটি ব্যবহার করুন৷এটি আপনাদের ত্বকে সুরক্ষিত ও সুন্দর রাখতে সাহায্য করবে।