নিউজ ডেস্ক: ভাত খাওয়ার পরে কি আপনারা কিছু খাচ্ছেন? এই অভ্যাসটা যদি থেকে থাকে তাহলে সবার আগে জেনে নিন যে সেই খাবারটা আপনার শরীরের কোন ক্ষতি করছে কিনা। কারণ এমন অনেক খাবার আছে যা ভাত খাওয়ার পর খাওয়া মনে শরীরে বড়ো বিপদ ডেকে আনা। এই খাবারগুলি হল –
১) বিশেষজ্ঞরা জানাচ্ছি যে ভাত খাবার পর এক ঘণ্টার মধ্যে কোন ফল খাওয়া উচিত না । কারণ ভাত খাওয়ার পর সাথে সাথে ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
২) অনেকের ভাত খাওয়ার পরেই ধূমপান করার অভ্যাস রয়েছে। যাদের এই অভ্যাসটা আছে তারা এখনই ত্যাগ করুন এই অভ্যাসটি। কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে অন্য সময় ধূমপান করা আমাদের শরীরের পক্ষে যত না ক্ষতিকারক তার চেয়েও বেশি ক্ষতিকারক ভাত খেয়ে উঠে ধূমপান করার অভ্যাসটি ।
৩) আপনারা কি ভাত খাওয়ার পর চা পান করছেন ? তাহলে নিজের অজান্তেই ডেকে নিয়ে আসে নিজের শরীরের জন্য বড় বিপদ। কারণ চা এ থাকে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড। তাই ভাত খাওয়ার পর চা পান করার ফলে হজমের সমস্যা বৃদ্ধি পায়।