আজও জলের তলায় সুরক্ষিত পৃথিবীর যে শহরটি
রূপকথার শহর আটলান্টিসের কথা সারা জীবনে একবারও শোনেননি এমন লোক পাওয়া প্রায় অসম্ভব ।গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকেই আটলান্টিস এর কথা প্রথম জানা যায় ।তবে কেবলই গল্পকথা নাকি সত্যিই প্রাচীনকালে আটলান্টিস নামক কোন শহর ছিল তা নিয়ে মানুষের কৌতূহল চিরকালের ।অনেকেই একে গল্প কথা বলে উড়িয়ে দিলেও এরকম বহু মানুষ আছেন যারা মনে করেন এই শহর সত্যিই ছিল পৃথিবীতে। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে পৃথিবীর বুক থেকে এখন ও অব্দি