নিউজ ডেস্ক: তেলে ঝোলের রান্না করতে পেঁয়াজ ছাড়া হয়না। তাই পেঁয়াজ লাগেই।রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন যে রান্না ছাড়াও পেঁয়াজের নিজস্ব কিছু গুণ আছে যা আমাদের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। কারণ পিয়াজের মধ্যে থাকে এমন কিছু উপাদান যা আমাদের শরীরের পক্ষে উপকারী।তাই জেনে নিন এই পেঁয়াজের কিছু উপকারিতা সম্পর্কে।
১। যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য পেঁয়াজ ভীষণ উপকারী। কারণ পেঁয়াজ ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।তাই ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজ ঘষুন।
২। অনেক সময় রান্না বা অন্য কোন কাজ করতে গিয়ে হাতে বা অন্য কোথাও পুড়ে যায়।তাই এই পোড়া স্থানে দ্রুত সারাতে এবং এর যাতে দাগ গাঢ় না হয় তার জন্য ওই স্থানে পেঁয়াজ ঘষে দিন। এতে একটু জ্বালা করলেও পরে উপকার পাবেন।
3। অনেকের ত্বকে কালো দাগ দেখা দেয় যা ত্বকের সৌন্দর্যতা হ্রাস করে। তাই ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করতে এ কালো দাগ দূর করা জরুরি।আর এই সমস্যা থেকে মুক্তি দিতে পেঁয়াজ খুবই কার্যকরী।তাই প্রথমে মুখ জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর পেয়াজ কেটে মুখে ঘষুন। এতে দেখবেন কালো দাগ দূর হয়ে যাবে।
৪। অনেকের শরীর গরম হয়ে গিয়ে নাক থেকে রক্ত পড়ে আর এই নাক থেকে রক্ত পড়ার সময় পেঁয়াজ কেটে নাকের নিচে ধরে রাখুন কিছুক্ষণ। এতে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তবে এই সমস্যার জন্য ডাক্তার পরামর্শ নেওয়া জরুরি।
৫। অনেকের স্ট্রেস বা ডিপ্রেশন অথবা বিভিন্ন কারণের জন্য ঘুম ঠিকঠাক হয় না।আর আমাদের শরীর সুস্থ রাখতে ঘুম ঠিকঠাক হওয়াটা প্রয়োজনীয়।তাই এই ঘুম কম হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে একটি পিঁয়াজ কেটে শুকুন কয়েকবার। এতে ঘুম ভালো হবে।