মেদ কমাতে সাহায্য করে। কালো জিরার অসাধারণ কিছু কার্যকারিতা
নিউজ ডেস্কঃ বাঙালির খাওয়ারে এমন কিছু ব্যবহার করা হয়ে থাকে যা অনেকেই বুঝে পায়না যে কেন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তেমনই একটি শস্যদানা হল কালজিরা। একাধিক গুনে সমৃদ্ধ এই কালোজিরা শরীরের একাধিক রোগ সারাতে সাহায্য করে থাকে। স্মরণশক্তি বৃদ্ধিতেঃ কালো জিরা মস্তিষ্কের রক্তসঞ্চালন বৃদ্ধি করে।প্রতিদিন নিয়ম করে আধা চা চামচ কাচা কালো জিরা অথবা ১ চা চামচ কালো জিরার তেল খান। চুল পড়া রোধঃ কালো জিরা চুলের গোঁড়ায় পুষ্টি