সিল্কি চুল সবাই পছন্দ করে। কিন্তু বর্তমান দিনে তা পাওয়ার টা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে নানা কারণের জন্য।তাই শ্যাম্পু করার পরেও চুল ড্রাই দেখায় এবং জট পড়ে যায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে কি ব্যবহার করবেন বুঝতে পারছেন না? তাই এই চিন্তা করার আর দরকার নেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন। এবার তাহলে জেনে নিন কি কি ব্যবহার করতে হবে এই সমস্যা দূর করার জন্য
একটি পাত্রে চায়ের লিকার বের করে ঠান্ডা করে নিন। তারপর শ্যাম্পু করার পর ওই লিকারটা দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এতে চুল ঝলমল করবে।
অ্যালোভেরার জুস চুলে ভালো করে ২০ মিনিটের জন্য লাগিয়ে রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন এতে চুলে জট পাকবে না।
চুলে দই ব্যবহার করুন কারণ দই চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে।
চুল ড্রাই হলে সেটিকে দূর করার জন্য চুলে অলিভ অয়েল ব্যবহার করুন।
নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। তাই রাত্রের বেলায় নারকেল তেল গরম করে মাথায় মাখুন। এবং পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এতে আপনার চুল গ্লো করবে।
অ্যাপেল সাইডার ভিনিগার চুলের বিভিন্ন সমস্যা যেমন খুশকির সমস্যা চুল পড়া চুলের উগ্ৰ গন্ধ ইত্যাদি দূর করতে সাহায্য করে। তাই একটু গরম জলে কয়েক ফোঁটা অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে স্নানের পর মাথায় মেখে কিছুক্ষণ রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এতে উপকার পাবেন