January 3, 2024

খাওয়ার পর বিশ্রাম না করে অফিসে যেতে নেই কেন জানেন?

ওয়েব ডেস্কঃ খাওয়া এমন একটা বিষয় যা না মেনে কম করে খেলে শরীর খারাপ করবে, আবার বেশি করলেও শরীরের ক্ষতি করে ফেলবেন। আবার ধরুন খেয়ে দেয়ে একটুও বিশ্রাম না করে অফিসে ছুটছেন তাও নিজের ক্ষতি করছেন। নিজের হজম শক্তি না বুঝেই খেয়ে ফেলছেন, তাতেও নিজের ক্ষতি। তাহলে কিভাবে খাদ্যাভ্যাস করবেন! চিত্তের উদবিগ্ন অবস্থায় খেলে পাকরস নিঃসরণের ব্যাঘাত ঘটে। ফলে হজমের ব্যাঘাত হয়। প্রসন্ন চিত্তে ভোজন করা স্বাস্থ্যের অনুকূল। পথ চলতে

গরমেও কমাতে পচন ধরাতে যে কাজটি করবেন

নিউজ ডেস্ক: কলা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষন উপকারী।তাই অনেকে প্রতিদিন কলা খায়।যা আমাদের শরীরের জন্য উপকারী।কিন্তু প্রতি কলা খাওয়ার জন্য তো প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব নয়।এইজন্য আগে থেকেই কিনে রাখতে হয় কিন্তু সমস্যা হল যে গরমে খুব তাড়াতাড়ি পচে যায় কলা।সমস্যা থাকলে তার সমাধানও থাকে।এই সমস্যারই সমাধান আছে শুধু তার জন্য জানতে হবে কিছু উপায়।এই উপায়গুলি হল – ১) ইথিলিন নামক এক গ্যাস কলার কাণ্ডে থাকে। এর কারনে খুব

এনিমিয়া প্রতিরোধ করে। আতা ফলের অসাধারন কিছু কার্যকারিতা

নিউজ ডেস্কঃ আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা একটি উন্নতমানের অ্যান্টিঅক্সিডেন্ট, এবং ফ্রি র‍্যাডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে।এছাড়া ত্বকে বার্ধক্য বিলম্বিত করে। এতে উপস্থিত ভিটামিন এ চোখ, চুল ও ত্বকের পক্ষে খুবই উপকারি। আতা ফলে ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। আতা উপস্থিত পটাশিয়াম ও ভিটামিন বি৬ রক্তে উচ্চচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এর খাদ্যআঁশ হজমশক্তি বৃদ্ধি করে ও পেটে সমস্যা

সোনার নুপুর পড়তে কেন নিষেধ করা হয়?

পায়ের তোড়া বা নুপুর মেয়ে একটি অন্যতম অলংকার।বর্তমান দিনে পায়ে নুপুর পড়া চলটা কমে গেছে কিন্তু আগেকার দিনে এই চলটা খুবই ছিল।বর্তমান দিন হোক বা আগেকার দিন আমরা সব সময় পায়ে রুপোর নুপুর পড়তে দেখি মেয়েদের।পায়ে রুপোর নুপুর পড়তে হয় সোনার নুপুর পড়া যায় না একটা আমরা সবাই জানি। কিন্তু কেন পায়ে সোনার নুপুর পড়তে নেই সেটা অনেকেই জানেন না বলেই চলে? তাহলে জেনে নিন কেন পায়ে সোনার নুপুর পড়তে

স্তনের দুগ্ধ বাড়ায়। কচু পাতার উপকারিতা

ওয়েব ডেস্কঃ কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি মানেই মধ্যাহ্ন ভোজনে অন্তত একটুকরো মাছ চাই। সাথে শাঁক পাতা হলে মন্দ হয়না। বাঙালির কাছে তেমনই মুখে জল আনা একটি আইটেম হল কচুর শাঁক। কচুর পাতা থেকে শুরু করে ফুল, ডগা, শিকড় বা লতি বা ধরুন কচুর গোঁড়া বা গাটি কচু বলে থাকি। কচুর আগা থেকে মাথা সব কিছুই বাঙালির প্রিয়। তবে বিশেষ করে কচুর শাঁক একটু বেশিই লোভনীয় আইটেম। আর কচুর

গোটা পৃথিবীর একমাত্র কোন মুসলিম দেশটিতে মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে দায়িত্ব পালন করে জানেন?

নিউজ ডেস্ক – বিশ্বের মধ্যে একমাত্র মুসলিম দেশ যেখানে মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে তাদের দায়িত্ব পালন করে। এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত লেবানন রাষ্ট্রটির রাজধানী ও সবথেকে বড় শহর হল বৈরুত। দেশটির সরকারি ভাষা আরবি এবং স্বীকৃত ভাষা ফ্রেঞ্চ। এর উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েলের সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস দ্বীপ। লেবানন দেশের জনগণকে লেবানিজ বলা হয়। লেবানন সম্পর্কে কিছু অজানা তথ্য হলো লেবানন পুরো

দেবাদিদেব মহাদেবের রাক্ষস পুত্রের নাম জানেন?

 নিউজ ডেস্কঃ জলন্ধর যিনি ছিলেন একটি রাক্ষস।তবে আশ্চর্যের বিষয় হল জলন্ধর রাক্ষস হওয়া সর্তেও তাকে কেন দেবাদিদেব মহাদেবের পুত্র বলা হয়ে থাকে?তাহলে জেনে নিন দেবাদিদেব মহাদেবের রাক্ষস পুত্রের সম্পর্কে। একবার ইন্দ্র গুরু ব্রহ্মার সাথে শিবের দর্শনে কৈলাসে যান।এটি জানতে পেরে মহাদেব ইন্দ্রে পরিক্ষা নেওয়ার জন্যে একটি ঋষির বেশ ধারন করলে এবং তাদের পথের মাঝে বসে পড়লেন।তখন ইন্দ্রে তিনি কে জিজ্ঞাসা করলেও উত্তর না পাওয়ায় ইন্দ্র রেগে গিয়ে বজ্র দিয়ে প্রহার

কর্ণ পূর্বজন্মে একটি রাক্ষস ছিলেন এবং তার কাছে ১০০টি কবজ ও কুণ্ডল ছিল? জানুন কর্ণ এবং কর্ণের ওই কবজ ও কুণ্ডল সম্পর্কে অজানা তথ্য

নিউজ ডেস্কঃ মহাভারতের কর্ণের বীরত্ব কথা আমরা সবাই জানি। আর এই বীরত্বের জন্যই কর্ণকে মহাভারতের একটি অন্যতম প্রধান চরিত্রে হিসাবে মানা হয়। আমরা সবাই জানি যে কর্ণ ছিলেন কুন্তি এবং সূর্যদেবের পুত্র। কুন্তির বিবাহ পূর্বে সূর্যদেবের কাছে বরস্বরূপ সন্তানপ্রাপ্তি হয়েছিল। যার জন্যই কর্ণকে কুন্তি ত্যাগ করেছিলেন। তাই সূর্যদেব তার পুত্র কর্ণকে অজেয় করার জন্যে তার জন্মে সময় কবজ ও কুণ্ডল দান করেছিলেন। কিন্তু আপনারা কি জানেন যে কর্ণ পূর্বজন্মে একটি