খাওয়ার পর বিশ্রাম না করে অফিসে যেতে নেই কেন জানেন?
ওয়েব ডেস্কঃ খাওয়া এমন একটা বিষয় যা না মেনে কম করে খেলে শরীর খারাপ করবে, আবার বেশি করলেও শরীরের ক্ষতি করে ফেলবেন। আবার ধরুন খেয়ে দেয়ে একটুও বিশ্রাম না করে অফিসে ছুটছেন তাও নিজের ক্ষতি করছেন। নিজের হজম শক্তি না বুঝেই খেয়ে ফেলছেন, তাতেও নিজের ক্ষতি। তাহলে কিভাবে খাদ্যাভ্যাস করবেন! চিত্তের উদবিগ্ন অবস্থায় খেলে পাকরস নিঃসরণের ব্যাঘাত ঘটে। ফলে হজমের ব্যাঘাত হয়। প্রসন্ন চিত্তে ভোজন করা স্বাস্থ্যের অনুকূল। পথ চলতে