জ্বর, পেটের অসুখ ও পিলের রোগ কমে যায়। মানকচুর উপকারিতা
নিউজ ডেস্কঃ মানকচু আমাদের পরিচিত হওয়ার পাশাপাশি এটি একটি সহজলভ্য সবজি।এই সবজিটি আমরা রান্না করে খাই।তবে আপনারা কি জানেন যে মানকচু আমাদের শরীরের কি কি কাজে লাগে বা কতটা আমাদের শরীরে পক্ষে উপকারি? তাহলে জেনে নিন মানকচুর উপকারিতা সম্পর্কে। ১) মানকচু মৃদু বিরেচক অর্থাৎ অল্প মাত্রায় মলকারক, মুত্র বৃদ্ধি করে, শোথ রোগ সারিয়ে তোলে,শরীরে ঠাণ্ডা প্রভাব সৃষ্টি করে, সহজ হজম হয়,পিত্ত ও রক্তের দোষ নাশ করে। ২)মানকচু শিকড়ের এক টুকরো