আয়ারল্যান্ডের সবচেয়ে ভয়ানক ভৌতিক স্থানের নাম কি জানেন?
নিউজ ডেস্কঃ পৃথিবীর সমস্ত দেশেই কোন না কোন ভৌতিক স্থান রয়েছে যা অত্যন্ত সাহসী লোকের মনেও ভয় সঞ্চার করার জন্য যথেষ্ট ।তবে অশরীরী আত্মার বাসস্থান বললে প্রথমেই জনমানবহীন ভেঙে পড়া পুরাতন বিল্ডিং, কবরখানা ইত্যাদি বোঝায়। কিন্তু ,সব সময় বোধহয় তা হয় না। আয়ারল্যান্ডের সবচেয়ে ভয়ানক ভৌতিক স্থানের কথা বললেই শীর্ষে উঠে আসে একটি হোটেলের নাম।১৬২৫ সালে নির্মিত বেলিগালি ক্যাসেল । উত্তর আয়ারল্যান্ডের আনট্রিম কাউন্টির অধীনস্থ বেলিগালি গ্রামে অবস্থিত এটি ।