নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবতাদের মধ্যে ইন্দ্র হলেন অন্যতম।হিন্দু ধর্মের মানুষেরা ইন্দ্র সম্পর্কে অনেকেই জানেন।তবে হিন্দু ধর্মের এই দেবতা অর্থাৎ ইন্দ্রের মধ্যে যেসব গুন আছে সেই গুনগুলি গ্রিকদের একটি দেবতার মধ্যে আছে।আর এই জন্যই হিন্দু ধর্মের দেবতা ইন্দ্র এবং গ্রিক এই দেবতাকে একই বলা হয় তবে এক একটি ধর্মের কাছে এক একটি আলাদা নামে পরিচিত।আর এই গ্রিক দেবতা সম্পর্কে অনেকেরই অজানা একটি বিষয়।তাহলে বিস্তারিত জেনে নিন গ্রিকদের এই দেবতা সম্পর্কে যার সাথে হিন্দু ধর্মের ইন্দ্রের অনেক মিল আছে।
গ্রিকদের দেবতাদের মধ্যে একটি অন্যতম দেবতা হলেন জিউস। আর এই দেবতার সাথে হিন্দু ধর্মের দেবতা ইন্দ্র মিল আছে। এই মিলগুলি হল জিউস হলেন গ্রিকদের দেবরাজ ঠিক যেমন হিন্দুদের দেবরাজ ইন্দ্র। এবং ইন্দ্র যেমন আকাশ ও বজ্রের দেবতা ঠিক তেমনি জিউসও আকাশ ও বজ্রের দেবতা। এছাড়াও হিন্দুধর্মের দেবরাজ ইন্দ্র এবং গ্রিক ধর্মের দেবরাজ জিউস এই দুই আলদা ধর্মের দেবতার প্রতীক হল বজ্র অর্থাৎ একই প্রতীক।