December 22, 2023

মানুষ খাঁচায় বন্দী। চারপাশে অবাধে ঘুরে বেড়াচ্ছে বন্যজন্তুরা

নিউজ ডেস্ক: চিড়িয়াখানা যেখানে ছুটির আমেজে সহস্র মানুষের ভিড় করে বিভিন্ন ধরনের খাঁচায় বন্দি পশুপাখিদের দেখার জন্য। এইরকম দৃশ্য দেখে আসছে বহু বছরে ধরে।আচ্ছা এবার ভাবুন তো যদি এর উল্টো দৃশ্য দেখা যেত অর্থাৎ মানুষ খাঁচায় বন্দী আর চারপাশে অবাধে ঘুরে বেড়াচ্ছে বন্যজন্তুরা। তাহলে কি হত।ব্যাপার একটু অদ্ভুত শোনাচ্ছে না কিন্তু এটা বাস্তব। পৃথিবীতে এমন একটি অদ্ভুত চিড়িয়াখানা আছে  যেখানে খাঁচায় বন্দী বন্যজন্তুরা নয় সেখানে  খাঁচায়  বন্দী  মানুষ। এই  অদ্ভুত 

হনুমান আজীবন ব্রহ্মচর্য থাকার প্রতিজ্ঞা কেন ভেঙেছিলেন?

নিউজ ডেস্কঃ হনুমান যার শক্তি, বীরত্ব এবং প্রভু ভক্তির কথা আমাদের অজানা নয়। এছাড়াও আমরা জানি যে শ্রীরামের প্রতি অটুট নিষ্ঠা বজায় রাখার জন্য তিনি আজীবন ব্রহ্মচর্য ধারণ করেছিলেন।তবে আপনারা কি জানেন যে হনুমান বিবাহিত ছিল? হ্যাঁ ঠিকই শুনছেন। এখন নিশ্চয় ভাবছেন যে হনুমান আজীবন ব্রহ্মচর্য থাকার প্রতিজ্ঞা কেন ভেঙেছিলেন এবং তাঁকে কেনই বা ব্রহ্মচর্য বলা হয়? পৌরাণিক কাহিনী অনুযায়ী, কিশোরকালে হনুমান তাঁর মায়ের আদেশ পালন করতে সূর্যের কাছে যান

রাজস্থানের কোথায় এখনও ঘুরে বেড়াচ্ছে ইংরেজের আত্মা?

নিউজ ডেস্কঃ মরুভূমি ঘেরা রাজস্থান ভারতের ইতিহাসে বহু ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। বহু রাজা তাদের শাসন যুদ্ধ অনেক কিছুই ঘটেছে এই রাজস্থানের বুকে। আর যারা যাওনি নেই তাদের শাসন ও কিন্তু অবশেষ হিসাবে  রয়ে গেছে বেশ কিছু প্রাসাদ।যার মধ্যে কিছু পরবর্তীকালে ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে কিছু আবার হোটেলে রূপান্তরিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা বিভিন্ন পর্যটকদের অনেকেই এই সমস্ত হোটেলে রাত কাটান। হোটেল বলতো এক নিরাপদ আশ্রয়ের কথায় বোঝায়।কোথাও ঘুরতে গেলে

বর্ষাকালে কত বৃষ্টির পরিমাণ আগে থেকেই জানিয়ে দেয় জগন্নাথদেবের এই মন্দির। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যার মধ্যে রয়েছে অনেক রহস্য। আর এই রকমই একটি মন্দির হল উত্তর প্রদেশের কানপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীণ মন্দির। যেখানে রয়েছে এক হাজার বছরের পুরনো ভগবান জগন্নাথের মূর্তি। এই মন্দিরের মধ্যে লুকিয়ে রয়েছে এমন অনেক অলৌকিক ঘটনা এবং অবাক করা রহস্য, যা অনেকের কাছেই অজানা এবং  যার ব্যাখ্যা অনেক চিন্তা ভাবনা করে সঠিক যুক্তি দিয়ে করা যায় না।এমনকি প্রচুর