অ্যানিমিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে। সাবুর অসাধারণ ৬ টি কার্যকারিতা
নিউজ ডেস্কঃ সাবু। গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে প্রচুর মানুষ বিভিন্নভাবে খেয়ে থাকেন। বিশেষ করে কোনও পূজা অর্চনায় খেয়ে থাকেন। কিন্ত কেন খায় মানুষে এই সাবু? সাবুতে কি এমন উপকার আছে জানেন! পেশির শক্তি বাড়াতে সাহায্য করেঃ সাবুর দানা পেশির শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কারন সাবুর দানায় উপস্থতি প্রোটিন যা পেশির গঠনে বিশেষভাবে সাহায্য করে।তবে শুধুমাত্র পেশির গঠনই নয় এটি শরীরের সার্বিক শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। হাড়ের গঠনে