বর্তমানে আমরা প্রায় সকলেই ত্বকের যত্নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি । প্রতিদিন দামি ময়েশ্চারাইজার বা টোনারের ব্যবহার ছাড়া অনেকের ই রূপচর্চা অসম্পূর্ণ থাকে ।অথচ,যেটা অনেকে বোঝে না। তা হলো, বাজার চলতি দামি ক্রিম এর থেকেও ত্বকে বেশি ভালো কাজ দেয় প্রাকৃতিক উপাদান ।আর এই প্রাকৃতিক উপাদানের কথা বললেই প্রথমেই মাথায় আসে বিভিন্ন ফলের নাম।এরকমই একটি ফল হলো লিচু ।এটা যে কেবল খেতেই সুস্বাদু তাই নয় ত্বকের যত্নেও লিচুর জুড়ি মেলা ভার ।
১. ত্বকের কালো দাগ দূর করতে
ছোটবেলায় আমাদের সকলেরই ত্বক থাকে মোলায়েম ও সুন্দর ।কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ত্বকে নানা কালো দাগ দেখা দিতে শুরু করে ।ছোটবেলায় সেই সুন্দর ত্বক আবার ফিরে পেতে চাইলে ব্যবহার শুরু করুন লিচুর ।
একটি পাত্রে চার থেকে পাঁচটি লিচুর পেস্ট বানিয়ে নিন ।এরপর এই মিশ্রণটি গোটা মুখে ভালো করে তুলো দিয়ে লাগিয়ে ফেলুন ।পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেললে দেখবেন মুখ আগের থেকে অনেক সতেজ লাগছে । নিয়মিত এর ব্যবহারে ত্বকের যাবতীয় দাগ পুরোপুরিভাবে উধাও হয়ে যাবে।
২.বলিরেখা কমাতে
ত্বকে বয়সের ছাপ অর্থাৎ বলিরেখা কমাতে লিচুর ভুমিকা অসামান্য ।আর এর ব্যবহার ও অত্যন্ত সহজ ।
একটি পাত্রে চার থেকে পাঁচটি লিচু ও কলার কিছুটা অংশ নিয়ে ভাল করে একটি মিশ্রন বানিয়ে ফেলুন ।এরপর ত্বকে তা পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন ।নিয়মিত ব্যবহারে বলিরেখা যেমন দূর হবে ঠিক তেমনি ত্বক হয়ে উঠবে সতেজ ও আদ্র ।এটি বিশেষত শুষ্ক ত্বকের জন্য খুবই ভালো ।
৩ উজ্জ্বল ও পরিষ্কার ত্বক পেতে
উজ্জ্বল ও পরিষ্কার ত্বক কে না চায়!অথচ সময়ের অভাবে ত্বকের সঠিক যত্ন নেওয়া হয় না অনেকেরই ।তবে চিন্তা নেই আজকে আপনাদের উজ্জ্বল ত্বক পাওয়ার এমন এক উপায় বলবো যার জন্য সময় লাগবে না একদমই ।প্রতিদিন তিন থেকে চারটি লিচু খাওয়া শুরু করুন আজ থেকে।দেখবেন কোন বাড়তি প্রোডাক্টের ব্যবহার ছাড়াই ত্বক হয়ে উঠেছে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর।আর ওজন নিয়ে ও চিন্তা করার কিছু নেই লিচুতে ক্যালরির পরিমাণ খুবই কম ওজন বাড়ার সম্ভাবনা নেই একদমই ।
৪. সুন্দর সিল্কি চুল পেতে
আমরা অনেকেই চুলের নানা সমস্যায় ভুগি ।এক্ষেত্রে সুন্দর চুল পেতে ব্যবহার করতে পারেন লিচুর রস ।প্রত্যেকবার শ্যাম্পু করার আগে একটি পাত্রে সাত থেকে আটটি লিচুর রস ও দুই চামচ এলোভেরা জেল ভালো করে মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ ।এরপর এক ঘণ্টা অপেক্ষা করে তারপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল ।দেখবেন পরপর কয়েক দিন ব্যবহার করার পরে চুল হয়ে উঠেছে উজ্জ্বল ও সুন্দর ।
৫. ত্বকের ট্যান দূর করতে
রোদে বেরোলেই ট্যান দেখা দেয় অনেকের।মুখ ও হাত একেবারে কালো হয়ে যায় এর ফলে ।ত্বকের এই ট্যান দূর করতে নিয়মিত ব্যবহার করুন লিচু দিয়ে তৈরি ফেস মাস্ক । একটি পাত্রে তিন থেকে চার টি লিচুর পেস্ট বানিয়ে তার সাথে যোগ করুন ভিটামিন ই ক্যাপসুল ।এটি ভালো করে মুখে ত্রিশ মিনিট লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন ।পরপর কয়েক দিন ব্যবহারেই ত্বকের যাবতীয় ট্যান দূর হয়ে যাবে।