এই দেশের মানুষেরা এখনো কালা জাদুর ওপর ভীষণ ভাবে আস্থা রাখে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অবাক করা কিছু তথ্য

নিউজ ডেস্ক- পৃথিবীতে শিশু মৃত্যুর হার কোন দেশে সবথেকে বেশি জানেন? আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র কঙ্গো প্রজাতন্ত্র। এই দেশের সবথেকে বড় শহর ও রাজধানী হল কিনশাসা ।  এখানকার সরকারি ভাষা হল ফরাসি এছাড়াও আরও  আঞ্চলিক ভাষা রয়েছে এই দেশে। দেশটির মোট আয়তন২৩,৪৫,৪০৯ বর্গ কিলোমিটার। এবং 2017 সালের জনগণনা অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা 82,243,000।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র সম্পর্কে কিছু অজানা তথ্য-

  1. কঙ্গো পৃথিবীর চতুর্থ তম গরিব দেশ। এখানকার মানুষের জীবনযাত্রা অনেক কঠিন ও দুঃখময়। দেশের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে বেশিরভাগ মানুষ দিনে একবার খেয়ে জীবন যাপন করে।
  1. এদেশে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন সোনা, ডায়মন্ড, কপার কোবাল্ট ও কোলটান। প্রাকৃতিক সম্পদের বিপুল প্রাচুর্যতা থাকলেও এটি একটি গরিব দেশ।
  1. কঙ্গো দেশের সবথেকে বেশি শিশুর মৃত্যু হয়।
  1. এ দেশের মোট জনসংখ্যার মধ্যে তরুণদের সংখ্যা বেশি। কিন্তু এ দেশের বেশিরভাগ যুবকরা মদ আসক্ত।
  1. কঙ্গো আফ্রিকা মহাদেশের এমন একটি দেশ যেখানে 2010 সালে প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছিল। এমনকি এখনও এখানকার কিছু মানুষদের এটিএম সম্পর্কে সঠিক ধারণা জন্মায় নি।
  1. কঙ্গো দেশ মোট দুটি সিভিল ওয়ার এর সাথে জড়িত ছিল। এই দেশের শিক্ষাকতার হার ও অনেক কম।
  1. এই দেশের মানুষেরা এখনো কালা জাদুর ওপর ভীষণ ভাবে আস্থা রাখে। তারা মনে করে যে কোন মানুষ অন্য মানুষকে  বস করতে পারে। এদেশে বাচ্চাদেরও যাদুটোনার জন্য মারা হয়।
  1. আফ্রিকা মহাদেশের সবথেকে পুরনো সব থেকে বড় ন্যাশনাল পার্ক হলো ভিরুঙ্গা।  1 925 খ্রিস্টাব্দে তৈরি করা এই ন্যাশনাল পার্ক কঙ্গো দেশ অবস্থিত।
  1. কঙ্গো দেশ এতটাই গরিব যে এখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছয়নি।
  1. এই দেশের বেশিরভাগ মানুষের কাছে কোন কাজ বাজ না থাকায় তারা অধিকাংশ সময় নেশায় ডুবে থাকে।
  1. কঙ্গো দেশের মানুষেরা সবথেকে বেশি আমিষ খায়। এর সাথে তারা মসলা ও খুব পছন্দ করে।
  1. এদেশের 60 শতাংশের বেশি মানুষ বসবাস করে জীবন যাপন করে। এই দেশের সবথেকে বেশি ধান চাষ করা হয়। এরসাথে মুরগি পালন ও এই দেশে বিশাল মাত্রায় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *