নিউজ ডেস্কঃ রুদ্র অর্থ শিব, অক্ষ অর্থ চোখ বা চক্ষুজল।কিন্তু প্রশ্ন হল এই রুদ্রাক্ষ আসলে কী? তার ব্যাখ্যা রয়েছে নামেই— রুদ্র-অক্ষ। রুদ্র হলেন মহাদেব এবং তাঁর চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দুই হল রুদ্রাক্ষ। কিন্তু শিবের চোখে জল এল কেন? শিব পুরাণ বলছে একবার পৃথিবীর সমস্ত প্রাণীদের মঙ্গলকামনায় ধ্যানমগ্ন ছিলেন মহাদেব। তাঁর ধ্যানভঙ্গ হওয়ার পরে মাটিতে ঝরে পড়ে কাঁর চোখের জল। সেখান থেকেই জন্ম হয় রুদ্রাক্ষ গাছের।
অন্য একটি গল্পও প্রচলিত রয়েছে। ত্রিপুরাসুর নামক এক অসুরের পুরী ধ্বংস করার সময় মহাদেব ব্যবহার করেছিলেন অসীম শক্তিশালী অঘোরাস্ত্র। এই অস্ত্র ব্যবহারের ফলস্বরূপ ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে প্রাণীজগতে। মহাদেব যখন তা প্রত্যক্ষ করেন তখন অত্যন্ত ব্যথিত হন। সেই সময়েই করুণায় তাঁর চোখ থেকে নেমে আসে জলের ধারা। সেই চোখের জলই বিভিন্ন স্থানে পড়ে জন্ম হয় রুদ্রাক্ষ বৃক্ষের।