নিউজ ডেস্ক- কোন দেশকে দ্বিতীয় ভারতীয় বলা যায় জানেন? সুরিনাম দেশটি দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব অংশে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত। এই দেশটিকে দ্বিতীয় ভারত পড়লে মন্দ হয় না। এইদেশ একসময় নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। তখন এর নাম ছিল ওলন্দাজ গায়ানা। এই দেশের একমাত্র শহর ও রাজধানী হল প্যারামারিবো।
সুরিনাম দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য
- সুরিনাম কে দ্বিতীয় ভারতীয় বলা যায়। এখানকার প্রায় 23 শতাংশ মানুষ ভারতীয় যারা ইংরেজদের দাঁড়ায় এই দেশটিতে আনা হয়েছিল। ইংলিশ যখন তাদের এই দেশটিতে অন ছিল তাদের মুখের সুরিনাম দেশের নাম শুনে ভারতীয়রা মনে করেছিলেন তারা রাম এর কোন পবিত্র ঢামে নিয়ে যাচ্ছে।
- এই দেশে ইংলিশ ডাচ ও ভোজপুরি ভাষায় কথা বলা হয়।
- সুরিনাম কি দক্ষিণ আমেরিকার সংস্কৃতিকেন্দ্র মনে করা হয়। এই দেশে ভারতীয় হিন্দু মুসলিম ও আফ্রিকান কিছু সম্প্রদায়ের মেলবন্ধন ঘটেছে যার জন্য এখানে সংস্কৃতিক বিচিত্রতা লক্ষ্য করা যায়।
- এই দেশের জাতীয় খাদ্য হলো ভাত ও মাংস।
- এই দেশে এক জাতির লোকেরা একবারে বিবাহ করে এবং আজীবন সম্পর্ক টিকিয়ে রাখার ওপর বিশেষ করে অন্যদিকে মেরুন জাতির লোকেরা বহু বিবাহ বিশ্বাস করেন। শুধুমাত্র ছেলেরা নয় এখানে এক প্রজাতির মহিলারা ও অনেক বিবাহ করে থাকেন।
- এই দেশটিতে সুরিনাম নামক একটি নদী রয়েছে যেখানে 15 দিন যাবত কুম্ভ মেলা হয়।
- সুরিনাম দেশের রাষ্ট্রপতি যার নাম চন্দ্রকা প্রসাদ যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত।
- আমরা অনেকেই সংস্কৃত বলা ব্যক্তিদের একটু অন্য নজরেই দেখি ব্যাপারটা অত্যন্ত সেকেলে মনে হয় আমাদের কাছে। কিন্তু চন্দ্রকে প্রসাদ তার শপথ গ্রহণের সময় এই সংস্কৃত ভাষায় বক্তব্য রেখেছিলেন।
- সুরিনামের কিছু এলাকায় গাছ দের পুজো করা হয়। এবং এখানে যাওয়া পর্যটকদের গাছের ছবি তুলতে মানা করা হয়। তারা মনে করে ফটো তোলার সময় যে রিফ্লেক্স গাছের উপরে তাতে গাছ অর্থাৎ দেব-দেবতার অসুবিধা হয়। এটি জানা সত্ত্বেও যদি কেউ এই কাজটি করে থাকে তাহলে কখনো কখনো ব্যাপারটা মৃত্যু পর্যন্ত গড়িয়ে যায়।
- ঈদ এসে এক ধরনের ব্যাংক দেখা যায় যার দাঁত ও মুখ হয় না। এবং এটি দুনিয়ার খুব অল্প সংখ্যক এলাকায় দেখা যায়।