নিউজ ডেস্কঃ ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তার পূজা করার সময় তার লিঙ্গের উপর দুধ ঢালা হয়।এই নিয়মটি যুগ যুগ ধরে চলে আসছে।কিন্তু আপনাদের কি কখন মনে হয়েছে যে কেন শিব লিঙ্গের উপর শুধুমাত্র দুধই ঢালা হয়? নিশ্চয় উঠেছে।কি তাই তো।কিন্তু আমাদের কাছে তো সব উত্তর থাকে না তাই এই বিষয়গুলি জানতে গেলে দেখতে হয় যে পুরান কি বলছে।
পুরান অনুসারে, সমুদ্রমন্থনের সময় গরলের কারনে সমগ্র বিশ্বের বিনাশ হয়ে যেত। আর তখন এই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সমুদ্রমন্থন থেকে উঠে আসা গরল দেবাদিদেব মহাদেব গ্রহণ করেছিলেন। এই গরল গ্রহন করার কারনে দেবাদিদেব মহাদেবের আরেক নাম হয় নীলকন্ঠ। মহাদেব এই গরল পান করার কারনে তার শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়। এই দেখে সমস্ত দেবগণ চিন্তায় পড়ে যায়। তখন দেবাদিদেবকে এই গরলের কুপ্রভাবের হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত দেবগণ দেবীর কাছে যান।
এইসময় দেবতারা শিবের অভিষেক করেন গঙ্গার জল দিয়ে যার ফলে অত্যন্ত সন্তুষ্ট হন দেবাদিবদেব, আর এইসময় সাপেরাও এগিয়ে এসেছিল বিষের অংশ পান করে নিজেদের দাঁতে ধারণ করতে।এই কারনেই শিবরাত্রির দিন ভক্তরা শিবের অভিষেক করার জন্য শিবলিঙ্গের উপর ডাবের জল বা দুধ ঢালা হয়।