নিউজ ডেস্ক – বিশ্বের মধ্যে একমাত্র মুসলিম দেশ যেখানে মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে তাদের দায়িত্ব পালন করে। এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত লেবানন রাষ্ট্রটির রাজধানী ও সবথেকে বড় শহর হল বৈরুত। দেশটির সরকারি ভাষা আরবি এবং স্বীকৃত ভাষা ফ্রেঞ্চ। এর উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েলের সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস দ্বীপ। লেবানন দেশের জনগণকে লেবানিজ বলা হয়।
লেবানন সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
- লেবানন পুরো বিশ্বের মধ্যে একমাত্র মুসলিম দেশ যেখানে মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে তাদের দায়িত্ব পালন করে। এতে মহিলা পুলিশ কর্মীদের মিনিস্কার্ট পড়ানোর কারণ পর্যটকদের তাদের প্রতি আকর্ষিত করে তোলা।
- মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলি দেশেই অবাধ ধন-সম্পদ থাকলেও লেবানন দেশটিতে সবথেকে বেশি খাঁটি সোনা মজুদ রয়েছে।
- লেবানন দেশে অন্য সকল আরব মুসলিম দেশের মতো পর্নোগ্রাফি নিষিদ্ধ। কিন্তু এটি নিষিদ্ধ হওয়া সত্বেও দেশটিতে পর্নোগ্রাফি বহুমাত্রায় দেখা হয়। এখানকার সাধারণ মানুষ লেসবিয়ান ও অ্যানাল পর্ন সবথেকে বেশি সার্চ করে দেখে। পর্নহাব এ 2018 সালে এই তথ্যটি প্রকাশ করা হয়।
- আপনি জেনে অবাক হবেন আইপ্যাডের নির্মাতা ও প্রোডাকশন ম্যানেজার একজন লেবানিজ।
- দেশটির মোট জনসংখ্যার 54 শতাংশ মানুষ মুসলিম এবং 40 শতাংশ মানুষ খ্রিস্টান।
- লেবানন দেশের নারীরা প্রাকৃতিক গত ভাবে সুন্দর হয়। তারা আধুনিকতার সঙ্গে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে চলে এখানকার মেয়েরা তাড়াতাড়ি বিবাহ করতে ও সন্তান নিতে আগ্রহী হয়ে থাকে এমনকি তারা খুব ভাল রান্না করতে জানে।
- লেবানন একটি আরব দেশ হলেও এখানে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র নেই।
- কোন দেশটিতে 18 থেকে 30 বছরের মধ্যে প্রত্যেকে বাধ্যতামূলক সামরিক শিক্ষা গ্রহণ করতে হয়।
- লেবানন দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত এখানে প্রতি 10 জন ব্যক্তির জন্য একটি করে ডাকতার রয়েছে। যেখানে ইউরোপ ও আমেরিকায় 100 জন ব্যক্তির জন্য একটা ডাক্তার নিযুক্ত রয়েছে।
- আরেকটি অবাক করা বিষয় হলো সকলের প্রিয় টম এন্ড জেরি কার্টুন এর নির্মাতা একজন লেবানিজ।