মানুষের মতো শুনতে অসুবিধা হয় একাধিক প্রাণীরও। কুকুর। মানুষের সবচেয়ে কাছের বন্ধু। মানুষের মতো একাধিক চরিত্র রয়েছে এই প্রাণীরও। মানুষের মতো কুকুরেরও কানে শুনতে অসুবিধে হয়। কোন অসুখ বা বয়সের কারণে কুকুর রা শুনতে পায়না। কোন কোন সময় কুকুর রা এই কানে সোনার অসুবিধে নিয়ে জন্মায়।
অনেক বিশেষজ্ঞদের অনুযায়ী এটা ঠিক মানা হয়েছে, বৈজ্ঞানিকরা কুকুরের মধ্যে এই কানের কম শোনা নিয়ে রিসার্চ ও করেছেন।
আপনাদের বাড়িতে যদি কুকুর থাকে তাহলে আপনার জন্য এটা জানার খুবই প্রয়োজন তাতে আপনারা সঠিকভাবে নিজের বাড়ির কুকুরকে দেখাশোনা করতে পারবেন। মানুষের মতন কুকুরদের ও সঠিকভাবে দেখাশোনা দরকার।
আমাদের বাড়িতে আত্মীয়-স্বজনের মতন কুকুরদের ও সম্মান ভালোবাসা আর জরুরী মেডিক্যাল সাহায্য দরকার। অনেক সময় তাদের অজান্তেই আমরা তাদের কষ্ট দিয়ে থাকি। আমাদের উঁচু আওয়াজ শুনলে কানে কষ্ট হয়, ঠিক সেইরকমভাবে কুকুরদের কানে বেশি মাত্রায় আওয়াজ শুনতে কষ্ট হয়। এটা একটা কারণ যেটার জন্য কুকুররা কানে কম শোনে। এমন সময় ও হয় যেখানে কুকুর রা কানে কম সোনার অসুবিধে নিয়ে জন্মগ্রহণ করে।
যদি আমাদের কোন কষ্ট হয় আমরা ডাক্তার দেখাই। ঠিক সেই অনুযায়ী আমাদের বাড়িতে বা আশেপাশে কোন কুকুরের কষ্ট হলে এটা আমাদের দায়িত্ব যে আমরা সঠিকভাবে তাদের চিকিৎসা করানোর দরকার। এটাই হল মানুষের ধর্ম।