ইংল্যান্ডের তিন গুন বড় দেশ। মোজাম্বিক দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য

নিউজ ডেস্ক- যে দেশের নামে ইংরাজী বর্ণমালার পাঁচটি  ভায়োল বর্তমান A, E, I, O U, এই পাঁচটি বর্ণই রয়েছে। মোজাম্বিক পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র। এই দেশের রাজধানী ও বৃহত্তম শহর হল মাপুতো। দেশটির সরকারি ভাষা পর্তুগিজ। মোজাম্বিকের সরকারি নাম মোজাম্বিক প্রজাতন্ত্র। 1975 সালে মোজাম্বিক পর্তুগীজদের থেকে স্বাধীনতা লাভ করে। 

মোজাম্বিক দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য গুলো

  1. দেশটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হলেও এটি পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে একটি। দেশটির আর্থিক অবস্থা এখনো প্রগতির পথে। 
  1. মোজাম্বিক দেশের নাম এর মধ্যে রয়েছে এক   বিষয়। এই দেশের নামটির ইংরাজী বর্ণমালার পাঁচটি  ভায়োল বর্তমান। A, E, I, O U, এই পাঁচটি বর্ণই রয়েছে MOZAMBIQUE এর নামে। 
  1. আয়তনের দিক থেকে মোজাম্বিক ইউনাইটেড কিংডম এর তিনগুণ বড়। 2020 সালের গণনা অনুযায়ী এই দেশের জনসংখ্যা প্রায় 3 কোটি 66 হাজার 648 জন।
  1. মোজাম্বিকের বনভূমিতে 267 প্রজাতির স্তন্যপায়ী 740 প্রজাতির পাখি 5692 প্রজাতি নানা প্রকারের  উদ্ভিদ রয়েছে রয়েছেন। দেশের প্রায় 70 শতাংশ অঞ্চল জঙ্গল আবৃত। 
  1. মোজাম্বিকের টোফো ডান্স পুরো বিশ্বে জনপ্রিয়। আমেরিকার সিঙ্গার বিয়ন্সে এই নাচ এতটাই পছন্দের যে তিনি এই নাচ শেখার জন্য মোজাম্বিক থেকে একটি টিম আমেরিকা এনেছিলেন। 
  1. পৃথিবীর 7 টি ভয়ঙ্কর কচ্ছপ এর মধ্যে পাঁচটি মোজাম্বিক দেশে পাওয়া যায়।
  1. মোজাম্বিক আফ্রিকার সেই সকল দেশ গুলির মধ্যে একটি যেখানে সমকামিতা বৈধ। 
  1. মোজাম্বিক দেশের জাতীয় পতাকায় অঙ্কিত রয়েছে AK47। এমনকি দেশটির লোকাল পুলিশের সঙ্গে থাকে AK47। 

9.মোজাম্বিক দেশ থেকে কাজু, তুলা, চিংড়ি, চিনি ও অ্যালুমিনিয়াম পুরো বিশ্বে রপ্তানি করা হয়।

  1. এই দেশের জাতীয় পানীয় হলো rum।. কিন্তু এখানকার মানুষ rum এর থেকে বেশি বিয়ার পান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *