সানস্ক্রিন হিসেবে যেভাবে করবেন নারকেল তেলের ব্যবহার
নিউজ ডেস্ক: নারকেল তেল এমন একটি উপাদান যার মধ্যে রয়েছে বহু পুষ্টিগুণ।এই পুষ্টিগুণ আমাদের শরীর থেকে শুরু করে ত্বকের যত্ন খুবই কার্যকরী ভূমিকা পালন করে।শুধু শরীর বা ত্বকই নয় নখের যত্ন নিতেও সাহায্য করে নারকেল তেল।তাই একটি তেল ব্যবহার করলেই পাবেন তার থেকে প্রচুর উপকারিতা।তাহলে এবার জেনে নিন যে এই তেল ব্যবহারের উপকারিতাগুলি। ১) দাঁতের যত্নে নারকেল- নারকেল তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টি উপাদান যা দাঁতে থাকা জীবাণুদের বিরুদ্ধে লড়াতে সাহায্য