বাড়িতে ফ্রুট ফেসিয়াল করবেন যেভাবে
সুন্দর,উজ্জ্বল ত্বক আমরা সকলেই চাই আর সেজন্য আমরা বিভিন্ন নামিদামি কোম্পানির প্রোডাক্ট ও ব্যবহার করি। তবে, ত্বকের সৌন্দর্যের জন্য শুধু বাইরে থেকে যত্ন নেওয়াই যথেষ্ট নয় ।ত্বক যদি ভেতর থেকে সুস্থ্য হয় তাহলে ব্রণ ও ত্বকের কালো দাগ প্রভৃতি সবকিছু হয় দূর।সেই জন্যেই ফলের রস নিয়মিত পান করা অত্যন্ত জরুরি।তবে শুধু ফলের রস পান করার বদলে রূপচর্চাতেও কিন্তু যোগ করতে পারেন ফল।এতে ফলে থাকা সমস্ত প্রয়োজনীয় ভিটামিন,মিনারেল প্রভৃতি ত্বক থেকে