বসন্তরোগ হলে কচি ডাবের জল দিয়ে মুখ ধুলে দাগ চলে যায়
নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মে পুজতে ডাব এবং নারকেলের ব্যবহার দেখা যায়। প্রাচীনকালে মুনিঋষিরা যে বিজ্ঞান জানতেন তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। এবং তাদের ব্যবহার করা জিনিসগুলি থেকে যে এয়াধিক উপকার পাওয়া যায় তা প্রমানিত। ডাব এবং নারকেল তার মধ্যেই এমন এক জিনিস যা পুজতে ব্যবহারের পাশাপাশি মানুষের শরীর সুস্থ রাখতে সাহায্য করে থাকে। ডাব এবং নারকেলের বেশ কিছু গুন ১। ডাবের জলে ১৯টি খনিজ উপাদান রয়েছে। প্রতিদিন অন্ততপক্ষে দুটো ডাব