অ্যালোভেরার মতো ঘরে কোন গাছ গুলি রাখলে সুস্থ থাকতে সাহায্য করবে
নিউজ ডেস্কঃ গাছ যে আমাদের কতটা উপকার করে সেটার কথা তো ছোট শিশুরা পর্যন্ত জানে। কিন্তু উপকারিতা জানা সত্ত্বেও তার ধ্বংস হয়চ্ছে নির্বিচারে।যার জন্য দায়ী হল একমাত্র মানুষ।দশটা গাছ কাঁটা সহজ কিন্তু একটা লাগানো কঠিন কারন গাছ লাগানো মানসিকতায় হারিয়ে ফেলেছে মানুষ।নগর উন্নয়নের জন্য মানুষ এতটায় উদগ্রীব যে সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য ট্রিপ্ল্যান্টেশান গুরুত্বই ভুলে গেছে। তাই প্রত্যেক মানুষের দায়িত্ব।তাই ট্রিপ্ল্যান্টেশানের জন্যে এমন কিছু গাছ আছে যাদের ঘরের ভিতরে লাগিয়ে